গাইবান্ধা প্রতিনিধি : পড়া-লেখা'র উৎকর্ষতাই সভ্যতার বিকাশ ঘটায়। বিশ্বের দরবারে দেশ হয়ে উঠে আরো পরিচিত। অর্ধেক নর এবং অর্ধেক নারী।দেশে শীর্ষ থেকে সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে।আরো এগিয়ে যেতে হবে। আদর্শ ও সততার সহিত উচ্চ শিক্ষার পাঠ চুকে আজকের শিক্ষার্থীদেরই আগামীতে দেশের হাল ধরতে হবে।

গাইবান্ধার পলাশবাড়ী মহিলা (ডিগ্রী)কলেজ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় গাইবান্ধার জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে গৌতম চন্দ্র পাল একথা বলেন।

বুধবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে সভায় সমেবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ভুলে গেলে চলবে না তোমরা দেশের মানবসম্পদ।

কলেজ অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেন,সহকারী কমিশনার (ভুমি) মো.আরিফ হোসেন ও থানা অফিসার চার্জ(ওসি তদন্ত)মোস্তাফিজার রহমান।

অন্যান্যদের মধ্যে মহিলা কলেজ উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।কলেজ চত্বরে এসে পৌঁছলে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সমগ্র সভাটি সঞ্চালনায় ছিলেন কলেজের প্রভাষক অমিতাভ দাস হিমুন।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)