নড়াইল প্রতিনিধি : নড়াইলে রাজিয়া বেগম (২০) নামে এক গৃহবধুকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে হাসপাতালে লাশ রেখে স্বামী আল-আমিন পালিয়ে যায়।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামের মিয়াজান মোল্যার কন্যা রাজিয়াকে ৬ বছর আগে নড়াইল শহরতলী আউড়িয়া ইউনিয়নের পংকবিলা গ্রামের শরিফুল বিশ্বাসের ছেলে আল-আমিন বিশ্বাসের সাথে বিয়ে হয়। বিয়ের পর যৌতুকসহ নানা কারনে অশান্তি বিরাজ করছিল। দাম্পত্য জীবনে তাদের আরিফা নামে এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

রাজিয়ার পিতার অভিযোগ, গত মঙ্গলবার রাতে রাজিয়ার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে গলায় রশি দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে ভোররাতে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় আল আমিন ও তার পরিবারের সদস্যরা লাশ ফেলে পালিয়ে যায়। তিনি কন্যা হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(টিএ/জেএ/জুলাই ১৬, ২০১৪)