কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপি প্রয়াত আওয়ামীলীগ নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, রাব্বি সুজন ও বশির উদ্দিনের স্মৃতি স্মরণে মিরপুর উপজেলার নওদাখাদিমপুর আট মাইলস্থ পদ্মা নদীতে এ খেলা অনুষ্ঠিত হয়।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রুহুল আজম, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, শারমিন আক্তার নাছরিন, জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সুফিয়া বানু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, তালবাড়ীয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ আমিরুল ইসলাম, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকায় ৮টি নৌকা অংশগ্রহণ করে। নৌকা বাইচ দেখতে পদ্মার দুই পাড়ে প্রায় দশ হাজার মানুষের ভীড় জমে।

(কেকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)