শেরপুর প্রতিনিধি : গৃহপালিত ষাঁড়ের গুতোয় প্রাণ গেল এক গৃহকর্তার। নিহত আজিজুল হক (৪৮) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া-মন্ডালিয়াপাড়া ইউনিয়নের একজন সাবেক ইউপি সদস্য। ষাঁড়ের গুতো খেয়ে আহত হয়ে ঢাকার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৫ জুলাই মঙ্গলবার রাত সাড়ে বারোটায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জুন শুক্রবার সকালে গৃহপালিত ষাঁড়কে গোসল করাতে পুকুরে নামেন সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুল হক। এ সময় আকস্মিক ষাঁড়টি আজিজুলের পেটে মাথা দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় প্রথমে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে সেখান থেকে শ্যামলীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৫ জুলাই মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়।

বুধবার বিকেলে নিজ এলাকা নালিতাবাড়ীর ঘাকপাড়া গ্রামে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

(এইচবি/জেএ/জুলাই ১৬, ২০১৪)