সিরাজগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানি ঢুকে পড়ায় মহিমাপুর, কালিকাপুর, জিওল, দাঁদবোরা, পলাশপুর,কালিকাপুর, মাজনাবাড়ি, হাটগাছা, নতুন মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাসরাজবাড়ি বালিকা বিদ্যালয়সহ মোট ২৫ টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, কিছু বিদ্যালয়ে পানি ঢোকায় পাঠদান বন্ধ হয়েছে। কাজিপুর উপজেলার চরাঞ্চলের হাটগাছা, খাসরাজবাড়ি, পলাশপুর, নতুন মাইজবাড়ি, মাজনাবাড়ি, দাতবোড়া, খিরাইকান্দি, শুভগাছা, উজান মেওয়া খোলা, নতুন মাইজবাড়ি, ভাঙ্গারছেও গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে চরাঞ্চলের মানুষ।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান জানান, এবারের বন্যায় কাজিপুরে প্রায় ২শ ২০ হেক্টর রোপা আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

(এমএএম/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)