আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া “সমবায়ের উদ্ভাবন জনসেবায় নতুন দিগন্ত” শীর্ষক কর্মশালায় উদ্ভাবনী কৌশল ও ধারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের চৌদ্দমেদা কৃষি পণ্য উৎপাদনকারী বিল উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে উন্নয়ন প্রকল্প এরাকায় সরেজমিনে যাচাই পূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এ-টুআই’র ক্যাপাসিটি ডেভলপমেন্ট স্পেসালিষ্ট মানিক মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন এ-টুআই’র ক্যাপাসিটি ডেভলপম্যান্ট এক্সপার্ট মো. মাহাবুবুর রহমান, সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক (পরিচালক ও উন্নয়ন) মো. আবু তাহের চৌধুরী, বরিশাল বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. নুরুজ্জামান, জেলা সমবায় অফিসের উপ-নিবন্ধক মো. মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চৌদ্দমেদা কৃষি পণ্য উৎপাদন কারী বিল উন্নয়ন সমবায় সমিতির উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন মিয়া।

বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ ইব্রাহীম হাওলাদার, জাকির হোসেন তালুকদার প্রমুখ। শেষে অতিথিরা চৌদ্দমেদা বিল পরিদর্শণ করেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)