প্রসেনজিৎ দাস, (ত্রিপুরা) আগরতলা : পূজার আগেই পুজার বােনাস পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তাদের নায্য পাওনা সপ্তম পে কমিশন তথা দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন এখন তাদের হাতের মুঠোয় আসতে চলেছে। 

বিশ্বস্ত সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলেছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ভিশন ডকুমেন্টে যা উল্লেখ রয়েছে তা বাস্তবায়িত করার বিষয়ে আলােচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে। আলােচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সাথেও।

বিজেপি সূত্রে জানা গেছে, বিরােধীদের সমালােচনার মুখে ঝামা ঘষে দিতেই দূর্গোৎসবের আগে অথবা দীপাবলির প্রাক্কালে রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম পেকমিশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। সপ্তম পে কমিশন পেলেই রাজ্যের কর্মচারী সমাজ উজ্জীবিত হয়ে উঠবে। সেই সাথে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদও খানিকটা মজবুত হবে। কারণ, কর্মচারীদের হাতে টাকা থাকলে সেই টাকা বাজারে চলে আসবে। এতে ব্যবসায়ীরাও উপকৃত হবেন, উৎসাহিত হবেন।

জানা গেছে, পুজোর আগেই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেয়ার চেষ্টা করছে। কোন কারনে দূর্গোৎসব উপলক্ষ্যে যদি সপ্তম বেতন কমিশন দেয়া সম্ভব না হয় তবে দীপাবলীর প্রাক্কালে কর্মচারীরা অবশ্যই পেতেন পারেন তাদের দীর্ঘ দিনের পে কমিশন। আর সরকারি কর্মচারীরা তাদের সপ্তম পে কমিশন হাতে পেয়ে গেলেই আসন্ন লােকসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের কাছে কোন ইস্যুই থাকবে না। আর কর্মচারী মহল খুশি হয়েই বিজেপির দিকে হাত বাড়াবে।

(পিডি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)