কালিয়া (নড়াইল) প্রতিনিধি : ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে নড়াইলের কালিয়ায় জমে উঠেছে ঈদের বাজার। তরুণী ও যুবতী মহিলাদের ভিড়ে পোষাকের দোকান গুলোতে চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড়। এবারের ঈদের বাজারে ভারতীয় নাটকের পাখী চরিত্রের পোষাকের চাহিদা বেশি। নানা ডিজাইনের পাখী থ্রি-পিচ কেনার জন্য আগে ভাগেই তরুণী ও যুবতীরা পোষাকের দোকান গুলোতে ভিড় জমাচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে দোকান গুলোতে অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে রয়েছে পাখী ড্রেস। রহিমা বেগম, সুমাইয়া সুরতানা ও সুমি খানম নামে কয়েকজন ক্রেতার সাথে কথা হয় পৌর সুপার মার্কেট ও হরিবাসর মার্কেটে। তারা পাখী ড্রেস কিনতে এসেছেন। তবে বাজেটে কুলাতে পারছেন না।

সুমাইয়ার বাবা মিল শ্রমিক আমজাদ হোসেন বলেন, মেয়ের শখ মেটাতে যে টাকা যোগাড় করেছেন তাতে পাখী ড্রেস কিনতে পারছেন না। দাম খুব চড়া হওয়ার কারণে পড়েছেন বিপাকে। ওই মার্কেটের শিউলী গামেন্টের মালিক শরৎ সাহা,আশা গার্মেন্টের শামীম আহমেদ বলেছেন, বেশি দামে কিনে আনতে হচ্ছে যে কারনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বেচা কেনা অন্য বছরের তুলনায় এবার ভাল বলে তারা জানান।

(এমএইচ/জেএ/জুলাই ১৬, ২০১৪)