আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় একটি ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকশ যাত্রী নিয়ে দুর্ঘটনা কবলিত হয় ফেরিটি।

দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, দুই শতাধিক মানুষ হয়তো ওই দুর্ঘটনায় ডুবে গেছেন। ফেরিডুবির ঘটনায় হতাহতদের উদ্ধারে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

বুহোরোরা এলাকা থেকে ছেড়ে যাওয়ার পর উকারা দ্বীপের কাছে এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে গিয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। মনে করা হচ্ছে অতিরিক্ত মালবোঝাই জাহাজটি ডকে থাকার সময় একদিক দিয়ে যখন যাত্রীরা উঠছিলো তখনই সেটি উল্টে যায়। কর্মকর্তারা বলছেন, ফেরিটিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটিতে যাত্রী ধারণ ক্ষমতা ১শ জন। কিন্তু কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা কবলিত ফেরিটিতে চার শতাধিক যাত্রী ছিল।

শুক্রবার সকালে কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার উকারা দ্বীপের কাছে আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া লেকে ফেরি দুর্ঘটনার পর ৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)