দুঃখীর কান্না

গলির ধারে দেখে ছিলাম
রুগ্ন একটা ছেলে,
করুন সুরে কান্না করে
হাত দু’খানা মেলে !

বাপ মরেছে ফাগুন মাসে
মাও হয়েছে গত,
দুঃখী বোনের হয়নি পূরন
বায়না শত-শত !

দু’দিন ধরে পায়নি খেতে
ক্ষুধায় কাতর বোন,
হাত পেতেছে দ্বারে-দ্বারে
অবুঝ ভাইয়ের মন !

রুগ্ন ছেলের কান্না শুনে
হচ্ছে বাতাস ভারি,
করুন সুরে করছে মাগো
সেকি আহাজারি !

কান্না শুনে দিয়ে এলাম
তোমার দেওয়া টাকা,
হয়নি মাগো টিফিন আজি
পকেট ছিলো ফাঁকা ।