জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে ফয়সাল মাহমুদ সুপ্ত (২১) নামে বেসরকারি ইউনিভার্সিটি মেধাবী ছাত্র নিহত ও তাঁর সহপাঠি সিজান মাহমুদ (২১) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে শহরের বাইপাস রোডে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুপ্ত শহরের মাদ্রাসা রোডের সরকারী কর্মচারী মো: নিজাম উদ্দিন এবং হস্তশ্ল্পি ব্যবসায়ী দেলোয়ারা বেগমের ছেলে। তিনি ঢাকায় বেসরকারী নর্থসাউথ ইউনিভার্সিটির সিভিলি ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র। সে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল।

পারিবারিক সুত্র জানায়, শুক্রবার সন্ধার দিকে সিজান তার মোটরসাইকেলে বেড়ানোর কথা বলে সুপ্তকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সুপ্তকে মোটর সাইকেলের পেছনে বসিয়ে শহরের নতুন বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। মেডিকেল কলেজের সামনে একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাক চাপায় সুপ্ত ঘটনাস্থলেই নিহত ও তাঁর বন্ধু সিজান গুরুতর আহত হলে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এসময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং ঘাতক ট্রাকটি জব্ধ করে থানায় নিয়ে যায়।

মেধাবী ছাত্র ফয়সাল মাহমুদ সুপÍর মৃত্যুতে জামালপুরে শোকের ছায়া নেমেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শনিবার সকালে জামালপুর সদও থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা চালককে গ্রেফতারের চেষ্টা করছি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)