গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পশ্চিম মাঝগ্রামে রিক্সাচালক নুরু মাঝির বসতবাড়িতেএ ঘটনা ঘটে। নিজ বসত বাড়ির ঘর বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে নুরু মাঝির স্ত্রী রোকেয়া বেগম গলাচিপা সরকারী হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

সরেজমিনে গিয়ে জানা যায়, বাড়িতে নিত্যদিনের কাজ করার সময় ছাই দিয়ে গোয়াল ঘর পরিস্কার করেননুরু মাঝির স্ত্রীরোকেয়া বেগম। কোন কিছু বোঝার আগেই ধিরে ধিরে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেনক্ষতিগ্রস্ত পরিবার। এক সময়ে আগুনের লেলিহান শিখা বাড়ি ঘরের চার পাশে ছড়িয়ে পড়লে সর্বনাশা আগুন কেরে নেয় রিক্সা চালক নুরু মাঝির মাথা গোজার শেষ সম্ভলটুকু। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন রিয়াদ স্থানে না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি দিয়ে খোঁজ খবর নিচ্ছেন বলে প্রতিবেদককে জানান।

(এসডি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)