চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী উপজেলার খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রেমানন্দ মল্লিকের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামিরা পারভীন এর সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।

মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন এবং মা একটি পৃথিবী। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে'।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল। সকলে নিরাপদ সড়ক নিশ্চিত করি, ছেলেমেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করি'।

এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা শেগুপ্তা নাসরীন আইরিন,সংগীতা দে,তাহমিনা বেগম,শ্যামলি সেন,আনোয়ারা খানম ছিদ্দিকা,রোকসানা ফেরদৌসি, সুমি দত্ত,শান্তা দত্ত ও নিলুফা আকতার চৌধুরী।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)