বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে এবার বাংলাদেশ থেকে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।

অস্কারের ৯১তম আসরে বাংলাদেশি চলচ্চিত্র মনোনয়ন ঘোষণার জন্য রবিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ৯১তম অস্কারে বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী তিশা, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, হাবিবুর রহমান খান, গোলাম রাব্বানী বিপ্লব, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, শামীমা আক্তার প্রমুখ।

৯১তম অস্কারে বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, এবার অস্কারের অংশ নেওয়ার জন্য আমাদের কাছে দুইটি সিনেমা জমে পড়ে। একটি হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ডুব’। অন্যটি নূরে ইমরান পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কমলা রকেট’। দুইটি সিনেমা বিচার বিশ্লেষণ করে আমরা ‘ডুব’কে অস্কারে অংশ নেওয়ার জন্য নির্বাচিত করেছি।

ফারুকী বলেন, এটা খুব আনন্দের বিষয়। কারণ তৃতীয়বারের মতো আমার সিনেমা অস্কারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

‘ডুব’-এ অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৮)