সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে অটো রিক্সা (ইজিবাইক) থেকে অবৈধ্য ভাবে চাঁদা দাবীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকেরা। 

জানা গেছে, উপজেলার প্রায় ২শতাধিক গরীব,মেহনতী ও হতদরিদ্র মানুষ অটো রিক্সা (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করেন । তাড়াশ পৌরসভা কতৃক নির্ধারীত পৌর কর পরিশোধ করেই প্রতিদিন তারা উপজেলার বিভিন্ন রুটে চলাচল করে।

কিন্তু সম্মপতি কতিপয় স্বার্থানেশি মহল নিজেদের স্বার্থের জন্য কথিত অটো টেমপু,সিএনজি ও টেক্সি চালক মালিক সমিতির নামে রশিদ ছাপিয়ে চাঁদা দাবী করছে এবং ৭ দিনের মধ্যে ২ হাজার টাকা জমা দিয়ে সমিতির সদস্য হওয়ার জন্য অন্যায় ভাবে চাপ সৃষ্টি করছে। এরই প্রতিবাদে রবিার দুপুরে উপজেলার পরিষদ চত্বরে মালিক ও শ্রমিক পরিবহন সহ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা গোলাম রাব্বানী,আলতাব হোসেন, আব্দুর রউফ প্রমুখ ।

(এমএসএম/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৮)