স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জন্য মাস্ট উইন ম্যাচ। জিতলে টিকে থাকবে, হারলে বিদায়টা ৯৯.৯৯ ভাগ নিশ্চিত। বাকি ০.০১ ভাগ বিভিন্ন হিসাব-নিকাশের ওপর টিকে থাকবে হয়তো। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আবারও মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের। যাদের কাছে প্রথম ম্যাচে বাংলাদেশ শোচনীয়ভাবে হেরেছে ১৩৬ রানের বিশাল ব্যবধানে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাস্ট উইন এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জিতলেন কয়েন নিক্ষেপে এবং জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টস জয়ের পর মাশরাফি বলেন, ‘আমরা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে খেলবো। আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং নিজেদের সামর্থ্য এবং টেকনিক দিয়েই এই ম্যাচে খেলতে চাই। একটা টুর্নামেন্ট এবং সিরিজের মাঝপথে এসে এসব কিছুর উন্নতি ঘটানো যায় না। অবশ্যই দলে যারা রয়েছে, তাদের ওপর আপনার বিশ্বাস থাকতে হবে। নিজেদের প্রস্তুত করার জন্য কিছু সুইমিং এবং জিম করা ছাড়া আর কিছুই করিনি আমরা। আশা করি সবাই ভালো পারফর্ম করবে।’

বাংলাদেশ দল : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং নাজমুল ইসলাম অপু।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৮)