বাগেরহাট প্রতিনিধি : প্রাকৃতিক দূর্যোগ উপদ্রত বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রায় ৬ হাজার দরিদ্র পরিবারে বিনা মূল্যে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে। 

আপতকালীণ খাদ্যশস্য, বীজসহ প্রয়োজনীয় মালামাল সংরক্ষণের জন্য সরকারের আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের মাধ্যমে এ সাইলো বিতরণ করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

রবিবার সকাল থেকে এই সাইলোগুলো বিতরণ শুরু হয়। তালিকাভূক্তদেরকে উপজেলা খাদ্য গুদাম থেকে সাইলো বিতরণ কালে প্রত্যেক সবিধাভোগীর হাতে এক প্যাকেট বিস্কুট ও একটি প্যাকেট জুস তুলে দেওয়া হচ্ছে। প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আবুল কালাম ও উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা দেবদূত রায় উপস্থিত থেকে সাইলোগুলো বিতরণ করেন।

প্রকল্পের কো-অর্ডিনেটর মো. আবুল কালাম জানান, প্রাকৃতিক দূর্যোগের সময় সাইলোতে সংরক্ষিত খাদ্যশস্য ও বীজ দীর্ঘদিন সুরক্ষিত থাকে। সরকার বিনা মূল্যে উপকূলীয় প্রাকৃতিক দূর্যোগ উপদ্রত এলাকার দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সাইলো বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা তৈরী করা হয়েছে। শরণখোলার চারটি ইউনিয়নে ৫ হাজার ৯৬২টি পরিবারকে সাইলো দেওয়া হচ্ছে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৮)