বিদ্যুৎ বড়ুয়া, লন্ডন : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানের সময় যুক্তরাজ্যের লন্ডনে যাত্রাবিরতিকালে ২২ সেপ্টেম্বর হোটেল ক্লারিজে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর নেতৃবৃন্দের সাথে দেখা করেন।

আগামী নির্বাচনে প্রবাসী আওয়ামী লীগের করণীয় এই বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় বিভিন্ন দেশের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্নদেশের বিশৃঙ্খলা অভিযোগ এর কথা তিনি জানেন বলে উল্লেখ করেন। আগামী জাতীয় নির্বাচনের পর সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর নতুন কমিটি করে দিবেন বলে উল্লেখ করেন। উল্লেখ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম,এ,গনি অনুপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সহ -সভাপতি লোকমান হোসেন, এম নজরুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি বেনজির সেলিম, সহ -সভাপতি এম,এ,কাশেম , মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, মোহাম্মদ আতিকুজ্জামান , অধ্যাপক অপু অধ্যাপক অপু, ইতালি আওয়ামী লীগ এর সভাপতি ইদ্রিস ফরাজী , হাসান ইকবাল ,আসমা জাকির সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া , বেলজিয়াম আওয়ামী লীগ এর সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর , সহ সভাপতি আব্দুস সালাম , সাবেক সভাপতি বজলুর রশিদ বুলু , হুমায়ন মাকসুদ হিমু, আখতারুজ্জামান হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন ,পর্তুগাল আওয়ামী লীগ এর সাবেক সভাপতি রফিক উল্লাহ , সহ সভাপতি মহসিন উদ্দিন ভূঁইয়া, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া ,ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ড, বিদ্যুৎ বড়ুয়া , স্পেন আওয়ামী লীগ এর সভাপতি আক্তার হোসেন আতা , সহ সভাপতি বোরহান উদ্দিন সহ প্রমুখ।

(বিবি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৮)