পিরোজপুর প্রতিনিধি : জেলার অভ্যন্তরীন পাঁচটি নদ নদীতে জোয়ারের তীব্র স্রোত অব্যাহত রয়েছে। গত ৩ দিনে জেলার ৩০টি গ্রাম ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে।

ফলে বেড়িবাঁধগুলো অরক্ষিত ও হুমকীর মুখে পরেছে। কচা নদীর প্রবল স্রোতের তোড়ে ইতোমধ্যে বাঁধের অনেক স্থানে ফাঁটল ধরেছে । অধিকাংশ স্থানে জলাবদ্ধতার ফলে ঘর থেকে বের হতে পারছেনা মানুষজন। গো-খাদ্যের তীব্র অভাবে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। নিচু জমির আবাদি শাকসব্জি ও অন্যান্য ফসলাদির প্রায় ৭৫ শতাংশ পঁচে যাওয়ায় প্রান্তিক কৃষকরা পরেছেন বিপাকে।

পানিতে ভেসে গেছে জেলার বেশ কিছু ঘেরের মাছ। তবে এই মুহুর্তে আউশ ধানের তেমন কোন ক্ষতির আশংকা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখনও ভারি বর্ষণ আর জোয়ারের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুরাবস্থার মধ্যে রয়েছেন প্লাবিত এলাকার মানুষজন।

(এসএ/জেএ/জুলাই ১৬, ২০১৪)