রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে হত দরিদ্র মানুষের মাঝে ভিজিডি’র ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার ও সোমবার এ দুই দিনে উপজেলার ৮টি ইউনিয়নে পৃথক ভাবে চালগুলো বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১নং খট্টেশ্বর রাণীনগর সদর মো: আসাদুজ্জামান পিন্টু, ২নং কাশিমপুর মো: মখলেছুর রহমান বাবু, ৩নং গোনা মো: আবুল হাসনাত খান হাসান, ৪নং পারইল মো: মজিবর রহমান, ৫নং বড়গাছা মো: সফিউল আলম শফু, ৬নং কালিগ্রাম মো: সিরাজুল ইসলাম বাবলু, ৭নং একডালা মো: রেজাউল ইসলাম, ৮নং মিরাট মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

হত দরিদ্র মানুষের মাঝে ভিজিডি’র ৩০ কেজি করে চাল ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নে ৩০২ বস্তা ৩০২ জনের মাঝে, ২নং কাশিমপুর ২৫০ বস্তা ২৫০ জনের মাঝে, ৩নং গোনা ২৫০ বস্তা ২৫০ জনের মাঝে, ৪নং পারইল ২৫০ বস্তা ২৫০ জনের মাঝে, ৫নং বড়গাছা ২৫০ বস্তা ২৫০ জনের মাঝে, ৬নং কালিগ্রাম ২৫০ বস্তা ২৫০ জনের মাঝে, ৭নং একডালা ২৫০ বস্তা ২৫০ জনের মাঝে, ৮নং মিরাট ২৫০ বস্তা ২৫০ জনের বিতরণ করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২ হাজার ৫২ জন হত দরিদ্র মানুষের মাঝে এই ভিজিডি’র চালগুলো বিতরণ করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, জেলা পরিষদ সদস্য মো: আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

(এসকেপি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৮)