নওগাঁ প্রতিনিধি : বরেন্দ্র এলাকায় পাতকুয়া খননের মাধ্যমে স্বল্প সেচের ফসল উৎপাদন প্রকল্পের আওতায় এক দিনের কৃষক প্রশিক্ষণ সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বরেন্দ্র এলাকায় পাতকুয়া খননের মাধ্যমে স্বল্প সেচের ফসল উৎপাদন প্রকল্পের আয়োজন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সাপাহার জোনের বাস্তবায়নে অনুষ্ঠিত ওই কৃষক প্রশিক্ষনে সভাপতিত্ব করেন বিএমডিএ সাপাহার জোনের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপির উৎভাবনে আবিস্কৃত পাতকুয়ার মাধ্যমে স্বল্প সেচের ফসল উৎপাদন ও সু-পেয় পানি পানের ওপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী, কৃষি অফিসের উদ্ভিদ ও প্রাণী সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম, উপ-সহকারী জাকারিয়া প্রমুখ। বক্তব্য শেষে অর্ধশত কৃষকদের প্রশিক্ষন প্রদান করা হয়।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৮)