ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা এক্সপ্রেস ট্রেনে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। পাথরের আঘাতে ট্রেনে কর্তব্যরত পুলিশের নায়েক ও ৪ যাত্রী আহত হয়েছেন। ঈশ্বরদী হতে পাবনা যাওয়ার পথে সোমবার বিলে এ ঘটনা ঘটে।

ট্রেনের টিটিই আবদুল আলীম বিশ্বাস মিঠু জানান, ট্রেনটি টেবুনিয়া এলাকায় পৌঁছার কয়েক মিনিট আগে হঠাৎ রেল লাইনের ধারে আগে থেকে অপেক্ষমাণ কয়েকজন দুর্বৃত্ত বৃষ্টির মতো পাথর ছুড়তে থাকে। কোনো কিছু বুঝে উঠার আগেই ২০-২৫টি পাথরের আঘাতে ট্রেনের তিনটি জানালার কাচ ভেঙে যায়। কাঁচ ভেদ করে আসা পাথরের আঘাতে পুলিশের নায়েক আকবর আলী, যাত্রী রওশন আরা বেগম, আজিজুল হক, রবিউল ইসলাম, জাহানার খাতুনসহ অন্তত পাঁচজন আহত হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জুবায়ের হোসেন বলেন, ট্রেনে পাথরের আঘাতে এভাবে আহত হওয়ার ঘটনা মাঝেমধ্যেই হচ্ছে।

রেলের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল-মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৮)