ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী পৌর শহরের রেলগেট এলাকা হতে ৩০ লিটার চোলাই মদসহ সোহাগ (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ ঈশ্বরদী-পাকশী মহাসড়কের টিপু সুলতান রোড় অভিযান চালিয়ে চোলাই মদসহ তাকে আটক করে। সোহাগ ঈশ্বরদী শহরের দরিনারিচা এলাকার আব্দুর রশীদের ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম শহীদ জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে চোলাই মদ সরবরাহ করে আসছিলেন সোহাগ। সোহাগ চোলাই মদ নিয়ে পাকশীর কোনো এক গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে এসময় থানার একটি দল অভিযান চালিয়ে ঈশ্বরদী-পাকশী মহাসড়কের রেলগেট এলাকা হতে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আটককৃত সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যেমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৮)