কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে কলাপাড়ার ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান।

সোমবার (২৪ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর কলাপাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে প্রতিদ্বন্ধীতা করেন মো. মিজানুর রহমান। এছাড়া কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. জালাল আহমেদ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। কলাপাড়া উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা পর্যায়ে শেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. মিজানুর রহমান বলেন, তার শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। তৃনমূল পর্যায়ে শিক্ষা পৌছে দেয়া ও গ্রামীন জনপদে শিক্ষার্থী ঝরে পড়া হার কমাতে তার চেষ্ঠার ফল তিনি পেয়েছেন। এজন্য স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা তাঁকে সংবর্ধনাও দিয়েছে। তার লক্ষ্য এখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রতিযোগীতা করে কলাপাড়ার সুনাম বৃদ্ধি করা।

(এমকেআর/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)