চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আগামী ১-৭ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ সবিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন দিক প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স ম বায়েজিদ উল ইসলাম।

বক্তব্য দেন, বিএমএ পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন,থানার ওসি (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোন্তফা, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

সভায় জানানো হয় চাটমোহর উপজেলায় ৫-১৬ বছর বয়সী ৭৯ হাজার ৯১২ জন শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।


(এসএইচএম/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)