বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ভোক্তার দৃষ্টিকোন থেকে খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) ও বাগেরহাট জেলা কনজুমার্স এ্যসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বাগেরহাট ক্যাবের সভাপতি সাংবাদিক বাবুল সরদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকাত হোসেন লিটন।

বাগেরহাট ক্যাবের সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব উদ্দিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুজ্জামান, জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা নীহার রঞ্জন হালদার, বাগেরহাট পৌরসভার সেনিটারী পরিদর্শক রোকন উদ্দিন, বাগেরহাট কাচাঁ বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব, বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্কের (বিএফএসএন) প্রোগাম কর্ডিনেটর আহম্মদ ইকরামুল্লাহ, সাংবাদিক ইয়ামীন আলী, সরদার ইনজামামূল হক, হোটেল মালিক সমিতির নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা, ভোক্তার দৃষ্টিকোন থেকে খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তৈরিতে দ্রুত পদক্ষেপ গ্রহনের পরামর্শ দেন।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)