সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় শ্রী শ্রী  ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১ তম আবির্ভাব স্মরনে জন্ম বার্ষিকী উৎসব পালিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনায় এ উৎসবের আয়োজন করেছে। বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীব উদ্ধারে হন আর্বিভাব, একই ওরা তাও জানিসনে, ধর্ম মাঝে কর্মকে,পালন করতে পারব, ধর্মে কর্মে না আনলে বিশ্বাস, পদে পদে লাঞ্চন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মানুষ যার স্বার্থ হয়, পাওয়া তার ব্যর্থ নয়। সৎ সঙ্গ বাংলাদেশ, গলাচিপা শাখার উদ্যাগে গলাচিপা উপজেলার আহ্বায়ক শংকর লাল দাস ও হরি কর্মকার পরিচালনায় ভক্তদের নিয়ে সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় প্রসাদ বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, চানু দুয়ারী, কেশব শীল, দেব সাহা প্রমুখ।

(এসডি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)