রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় চলতি মৌসুমে আমন ধান রক্ষায় আলোক ফাঁদ করা হয়েছে। সুস্থ্য ধান উৎপাদনের কার্যক্রমে চাষীরা এখন ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের ফসল রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছে। নিয়মিত ভাবে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাধানে আমন ধানে আলোক ফাঁদের মাধ্যমে বিভিন্ন রকম ক্ষতিকারক পোকা-মাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ করছেন কৃষকরা।

এই আলোক ফাঁদের মাধ্যমে কৃষকরা অগ্রিম তাদের ধানে ক্ষতিকারক পোকা-মাকড়ের উপস্থিতি জানতে পারছেন। এতে করে আগামীতে ধান গুলো সুস্থ্য ভাবে ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন কৃষকরা।

মঙ্গবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর রনসিংগার গ্রামে আমন ধান রক্ষায় আলোক ফাঁদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন সোহেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আমীর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আশেপাশের কৃষকরা।

(এসকেপি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)