ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে-বিএনপির ২৬ নেতাকর্মীদের আটক,সাত ককটেল উদ্ধারের ঘটনায় ১১৮ জনের নাম উল্লেখ করে চার শত বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার গ্রেফতাকৃত ২৬ জনকে সাত দিনে রিমান্ড চেয়ে ধামরাই পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরন করে বিজ্ঞ আদাতল ঢাকা জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারী এনায়েতু রহমান ও মোঃ তারেক কে দুই দিনের ও অপর ২৩ জনকেএক দিন করে এরিমান্ড মজ্ঞুর করেন বিজ্ঞ আদালত।

সোমবার সন্ধ্যার পরে ঢাকা জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারী এনায়েতু রহমান সহ ধামরাইয়ের পল্লী এলাকার মাখুলিয়া গ্রাম থেকে ২৬ নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এদের কাছ থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়।অপর নেতা কর্মীরা পালিয়ে যায়। পুলিশের দাবী যে কোনো নাশকতার পরিকল্পনা করছিল আটক কৃত এই বিএনপি নেতা কর্মীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ আসন ধামরাইয়ে বিএনপি নেতা র্কীরা নানা ভাবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ পুলিশের।

এরি ধারাবাকিতায় সোমবার সন্ধ্যায় ধামরাইয়ের কোল্লা ইউপির মাখুলিয়া গ্রামে বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা কর্মীরা জড়ো হয়ে নাশকতার ও ধ্বংসাত্মক ষড়যন্ত্রের পরিকলপনা আটছিলবলে পুলিশের সন্দেহ।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার সন্ধ্যার পরে উপজেলার কোল্লা ইউনিয়নের মাখুয়িা গ্রামে
গেলে জড়ো হওয়া ওই বিএনপির নেতা কর্মীরা পুলিশের উপর চড়াও হয় বলে দাবী করে পুলিশ। এসময় পুলিশ ধাওয়া দিয়ে এদের মধ্যে ঢাকা জেলা বিএনপির যগ্ম সাধারন সম্পাদক এনায়েতুর রহমান সহ ২৬ জন নেতাকর্মীদের আটক করে ধামরাই থানায় নিয়ে যায় পুলিশ। ওই ঘটনায় উপস্থিত আরো নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সাতটি তাজা ককটেল উদ্ধার করার দাবী করে পুলিশ।

এব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন সোমবার সন্ধ্যায় ধামরাই উপজেলার কোল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রাম থেকে বিএনপির নেতা কর্মীরা নাশকতার পরিকলাপনা অভিযোগে ২৬ জনকে আটক ও সাতটি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় আটককৃতদের সাত দিনে রিমান্ড চেয়ে মঙ্গলবার বিজ্ঞ আদাতে প্রেরন করা হলে বিজ্ঞ আদাতল ঢাকা জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারী এনায়েতু রহমান ও মোঃ তারেক কে দুই দিনের ও অপর ২৩ জনকে এক দিন করে এ রিমান্ড মজ্ঞুর করেন বিজ্ঞ আদালত।

(ডিসিপি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)