নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম” এর আওতায় টাঙ্গাইলের নাগরপুরে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে অনুষ্ঠিত  দুই দিন ব্যাপী এ মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন।

জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিশু মেলার উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, মাধ্যমিক একাডেমীর সুপার ভাইজার কামরুল ইসলাম কামাল ভূঁইয়া, পরিবার পরিকল্পনা অফিসার মাহাবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সালমা বেগম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন প্রমুখ।

এসময় শিশুসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)