বাগেরহাট প্রতিনিধি : স্কুল শিক্ষার্থীদের মাঝে সবুজ সুরক্ষা ও পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপকূলীয় জেলা বাগেরহাটে পালিত হলো সবুজ উপকূল কর্মসূচি।

বুধবার বিকেলে বাগেরহাট সদরের চিতলী-বৈটপুরে উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনে সবুজ সুরক্ষার আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।

এতে বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফউদ্দিন রাখী।

উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনে প্রধান শিক্ষক দীপঙ্কর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম, কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কার পাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন- উপকূল অঞ্চল বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগের শিকার। ঝড়-জলোচ্ছবাস এ অঞ্চলে প্রতি বছর হানা দেয়। এ কারণে শিক্ষাক্ষেত্রে তাদের রয়েছে নানান সমস্যা। এসব সমস্যা মোকাবেলায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানো নয়, এর পাশাপাশি চারপাশের পরিবেশ রক্ষায় সজাগ হতে হবে।

পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ১২ শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)