বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মোটর র‌্যালি বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। 

ষাটগুম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

এসময় অন্যান্যের মেধ্য বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

র‌্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)