কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাতীয় ঐক্য’র নামে যে ঐক্য গঠিত হয়েছে তাদের দাবি বিশ্লেষণ করলে দেখা যায় তারা নির্বাচনের জন্য নয়, বরং নির্বাচনকে কিভাবে বানচাল করা যায় তার একটা ফন্দি-ফিকিরের প্রস্তাব উত্থাপন করেছে। তারা বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার একটা পাঁয়তারা শুরু করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে “জাতীয় ঐক্য জোট তৈরি হয়েছে জাতিকে জাতীয় সংকট থেকে মুক্ত করার জন্য” জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেনের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

“ফখরুলকে মাঝে রেখে ড. কামাল ও বি চৌধুরীর উল্লাস কার্যত রাজাকারের উল্লাস আখ্যায়িত করে ইনু বলেন, যারা সামরিক শাসন ও রাজাকারের দালালি করেছে এবং জঙ্গীর পক্ষে সমর্থন নিয়েছে তাদের সঙ্গে হঠাৎ করে কামাল হোসেন ও বি.চৌধুরীরা হাত মেলালো কি করে তা আমার বোধগম্য নয়।

তিনি বলেন, জামাতের নিবন্ধন থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয়, জামাত একটা আনুষ্ঠানিক ২০ দলীয় জোটের শরিক। হঠাৎ কি এমন পরিস্থিতির পরিবর্তন ঘটলো যে জামাত ২০ দলীয় জোটে বহাল থাকা অবস্থায় কামাল হোসেন ও বি. চৌধুরী ফখরুল ইসলামকে মাঝখানে রেখে হাত নেড়ে উল্লাস প্রকাশ করেন।

তিনি আরো বলেন, আমি মনে করি এই উল্লাস বাংলাদেশের বিরুদ্ধে, রাজাকারের হাসি। সুতরাং এই ঐক্যটা অপরাধীদের রক্ষার ঐক্য এবং সকল রাজাকার ও অপরাধীদের একত্রে করার ঐক্য।

এ সময় সেখানে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের নিজ জমিতে গৃহ নির্মান এবং ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবকদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

(কেকে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)