সমরেন্দ্র বিশ্বশর্মা. কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা- ৩ কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অসীম কুমার উকিল বলেন, সারা দেশে নৌকার বিপুল বিজয়ের মাধ্যমে আবারো শেখ হাসিনাই হবেন দেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মনে সাহস রাখুন ধৈর্য্য ধারন করে সকল ভেদাবেদ ভুলে গিয়ে এক হয়ে নৌকার পক্ষে কাজ করুন, দেখবেন সব সমস্যাই সমাধান হবে।

বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দুয়া ও আটপাড়া এলাকায় পৃথক পৃথক পথসভায় তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে একথা বলেন।

এদিকে, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল বলেন, কেন্দুয়া আটপাড়া এলাকার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন বলেই এখানে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে আপনাদেরকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে উপহার দিতে চাই। দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় গণ সংযোগের ফলে দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে উজ্জিবিত হয়েছেন।

অসীম কুমার উকিল ও অপু উকিলকে কাছে পেয়ে দলের নেতাকর্মীরা তাদের প্রাণের কথা বলতে পারছে। তাদের দাবী একটাই আগামী দিনে নৌকার বিজয় চাই। সৎ গ্রহণযোগ্য প্রার্থী চাই। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া উপজেলার পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের দলের নেতাকর্মীরা এসে সাউদপাড়া উকিলাবড়িতে ভীড় জমাতে থাকে। আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে অসীম কুমার ও অপু উকিল এসব কথা বলে আশ্বস্ত করেন।

পরে তারা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চলে যান আটপাড়া উপজেলায়। সেখানে আটপাড়া উপজেলা সদর সহ তেলিগাতি ইউনিয়নে পৃথক পৃথক পথসভা করেন। এসব পথসভায় দলের নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলেগিয়ে এক হয়ে অসীম কুমার উকিল ও অপু উকিলের কথা শুনতে ছুটে আসেন। পথসভা যেন জনসভায় রুপান্তরিত হয়। এসময় অসীম কুমার উকিল বলেন, আমরা চাই নৌকার বিজয়, আমরা চাই আবারো শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব। তিনি প্রধানমন্ত্রী হলেই এদেশের উন্নয়ন গতিশীল ভাবে এগিয়ে যাবে।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)