কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সকল যড়ষন্ত্র, চক্রান্ত, জঙ্গী সন্ত্রাসকে কঠোর হাতে দমন করে সম্মৃদ্ধি, শান্তি ও উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনকে ভয় পায় না এবং নির্বাচন নিয়ে উনার কোন দুশ্চিন্তাও নেই। কারণ শেখ হাসিনার রাজনীতিতে প্রতিপক্ষ যারা তারা প্রত্যেকেই কোন না কোন অপরাধের সঙ্গে জড়িত।

আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার হরিতলা সার্বজনীন পূজা
মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, শেখ হাসিনার সরকার একতরফা নির্বাচন বিশ্বাস করে না। বাংলাদেশের নিবন্ধীত সকল রাজনৈতিক দল বৈধ্যভাবে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রাখে সেই অধিকারে সরকার হস্তক্ষেপ করে না।

শেখ হাসিনার নির্ভয়ের কারণ তিনি ১০ বছরের শাসনকালে উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি, নারীর ক্ষমতায়ান এবং আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধিসহ অনেক কাজ করেছে যা যুগান্তকারী।

এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।

(কেকে/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)