জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা দুর্গম চরাঞ্চলে জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়া মেন্দা গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসরটি পুড়িয়ে দেয়।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) জোয়াহের হোসেন খান জানান, উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার দুরে সরিষাবাড়ী-সিরাজগঞ্জের কাজীপুরের সীমান্তবর্তী বালিয়ামেন্দা গ্রামটি যমুনানদী বেষ্টিত। এই আউট’ল এলাকাটিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী জুয়া ব্যবসায়ী সিন্ডিকেটের হোতা আবুল কালামের নেতৃত্বে জুয়ার আসর বসিয়ে মানুষকে সর্বশান্ত করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসরের মঞ্চ ও প্যান্ডেল পুড়িয়ে দেয়া হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সামাজিক ব্যাধি জুয়া প্রতিরোধে প্রশাসন কাউকে ছাড় দেবে না। তবে এটি নির্মূলে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)