সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ভোটের আগে চলছে মাঠের লড়াই।  এ লড়াইয়ে কে হারবে আর কে জিতবে তা এই মুহুর্তে কেউই বলতে পারছেন না। 

তবে প্রত্যেক সাম্ভাব্য প্রার্থীই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আশ্বস্ত করতে করছেন বিশাল বিশাল শোডাউন, পথসভা, জনসভা, উঠান বৈঠক ও গণসংযোগ। নিজ নিজ কৌশলে সবাই এগিয়ে চলছেন জনতার চোখে পড়ার মতো কর্মসূচি নিয়ে।

গত বুধবার রাতে কেন্দুয়া উপজেলার সাউদপাড়াস্থ নিজ বাসভবনে আসেন নেত্রকোনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও তার প্রিয় সহধর্মিনী বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল।

বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত নিজবাড়িতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এ খবরে উপজেলার ১৩টি ইউনিয়ন সহ পৌরসভার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা ভীড় জমায়। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে চলে যান আটপাড়া উপজেলার একটি সামজিক অনুষ্ঠানে, অনুষ্ঠান শেষে আটপাড়া উপজেলা সদর ও তেলীগাতী ইউনিয়নে দুটি পথসভায় মিলিত হন। দুই তিন মাস পর অসীম কুমার উকিল ও অপু উকিল এক সঙ্গে আটপাড়া পথ সভা করতে আসছেন শুনে বাঁধ ভাঙ্গা স্রোতের মতো দলীয় নেতাকর্মী সমর্থকরা হুমড়ি খেয়ে পড়ছেন। পথসভা যেন জনসভায় পরিনত হয়েছে। এই জনসভায় শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চান অসীম কুমার উকিল।

অপরদিকে অপু উকিল বলেন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী। সবাই শেখ হাসিনাকে ভালবাসেন বলেই আজ সব ভেদাভেদ ভুলেগিয়ে আপনারা নৌকার সমর্থন দিতে এখানে ছুটে এসেছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে পথ সভায় অংশগ্রহণ করায় আপনাদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

কেন্দুয়ার প্রত্যক্ষদর্শীদের অনেকেই মন্তব্য করেন, আরে বাপরে বাপ, হেইদিন আটপাড়ায় দেখলাম দাদা বউদির কী জনপ্রিয়তা।

মোজাফর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: দিদারুল ইসলাম তার প্রতিক্রীয় ব্যাক্ত করে বলেন, সেদিনের অবস্থা দেখে আমি নিজেই ভাবতে পারিনি যে দাদা আটপাড়ায় এতো জনপ্রিয়। আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে তারা নৌকার সমর্থনে জনগণকে নিয়ে মাঠে কাজ করবেন এই আশা করেন তিনি।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)