গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় স্কুলছাত্রী মোসা. সুমাইয়া আক্তার রিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে “নিরাপদ সড়ক চাই” - এর দাবিতে মানববন্ধন হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো. শাকিল খান ও রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন - এর নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ মানববন্ধনে অংশ নেয়।

উল্লেখ্য, গত শনিবার ব্যাটারী চালিত যাত্রীবাহী অটোবাইক বোরাকের মুখোমুখী সংঘর্ষে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোসা. সুমাইয়া আক্তার রিয়া (১৪) নিহত হন।

ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. রিয়াজ খলিফা, ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম, ইউপি সদস্য মো. জিয়া খলিফা, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, রতনদী তালতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার শীল প্রমুখ।

(এসডি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)