টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খাস মগড়া গ্রামের বিনয় কর্মকার সহ তার পরিবারের ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে গত শুক্রবার সকালে কুপিয়ে জখম করেছে স্থানীয় প্রভাবশালী নিরঞ্জন পাল ও অন্যান্যরা। 

গুরুত্বর আহত অবস্থায় ভূবন কর্মকার (৩২), গৌতম কর্মকার (৩৪), সোমা কর্মকার (২৮), বিনয় কর্মকার (৫৮) সহ ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরীহ এ পরিবারটি যাতে মামলা করতে না পারে বা আইনী সহায়তা নিতে না পারে সেজন্য এলাকার প্রভাবশালী ইউপি সদস্য মতিউর রহমান ভূঞা, আনোয়ার হোসেন আকন্দ, আ. কাদের, বিরক্ত রানী কর্মকার, শহীদুল ইসলাম ও সুদেব পাল, শাজাহান খলিফা, জয়নাল চইরা সহ অন্যান্যরা হুমকী ধামকী দিচ্ছে। স্থানীয় এসব প্রভাবশালীরা মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকী দিচ্ছে বলেও অভিযোগ নিরীহ এ পরিবারটির। আহত ভূবন কর্মকারের মাথায় প্রতিপক্ষের শাবলের আঘাতে বিশাল ক্ষতের সৃষ্টি হয়েছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সোমা কর্মকারের হাতের একটি আঙ্গুল কেটে নিয়েছে ওই হামলাকারীরা। এরূপ ঘটনার পরও পুলিশকে অবহিত করতে দেয়নি মতি মেম্বার সহ ওই সব প্রভাবশালীরা।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঞা বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত আছি। বিষয়টি বারবার মিমাংসার চেষ্টা করেও কোন সুরাহা করতে পারিনি। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যরা বিষয়টি মিমাংসার উদ্যোগ নিয়েছেন বলে আমি জানি।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)