নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নাগরপুরের ঐতিহ্যবাহী শতায়ু বিদ্যাপিঠ যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে গত রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন মিয়ার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যদুনাথ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আহসান উদ্দিন মিয়া, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু গোপেন্দ্র মহন সাহা, বাবু রমেন্দ্র নারায়ন শীল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শতায়ু বিদ্যাপিঠ যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করন করায় দেশনেত্রী শেখ হাসিনাকে আন্তরিক প্রাণ ঢালা অভিনন্দন ও অপার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভন্ন স্তরে ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)