বাগেরহাট প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের জাংড়া-ঝাপশি খাল এলাকায় মোংলা কোস্টগার্ডর সাথে বনদস্যুদের আধা ঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধের পর ২টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন মালামাল উদ্ধার। রবিবার দুপুরে সুন্দরবনের বনদস্যু শরিফ বাহিনীর মধ্যে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। 

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লে. জাহিদ আল হাসান জানান, রবিবার দুপুরে পশ্চিম সুন্দরবনের জোংড়া-ঝাপশি খাল এলাকায় অভিযানে গেলে সুন্দরবনের বনদস্যু শরিফ বাহিনীর সদস্যরা কোস্টগার্ড সদস্যদের উপর গুলি চালায়। এসময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চলিয়ে বনদস্যুদের আস্তানা থেকে ২টি দেশি তৈরী আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৪টি গুলির খোসা ও বনদস্যুদের ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানাতে পারেনি কোস্টগার্ড।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)