ভালোবাসায় প্রাক্তন বলে কিছু নাই

আবার তোমায় কবিতা শোনাতে চাই ।
আমি জানি
আমি মানি-
ভালোবাসায় প্রাক্তন বলে কিছু নাই ।।


কবিতার খাতায় বিরহের পাতায়-
লেগেছিলো যত দাগ
মুছে যাক, সব মুছে যাক ।
নতুন করে আবার সেথায় আমি-
অবিরত প্রেমের কবিতা লিখতে চাই ।।
আমি জানি
আমি মানি-
ভালোবাসায় প্রাক্তন বলে কিছু নাই ।।


ছন্দের পতন হয়েছিলো যখন -
সে সময়টুকু ভুলে যাও,
শতভাগ ভুলে যাও ।
এসো ফিরে, আবারও আমার নীড়ে-
ছন্দময় যুগল জীবন গড়তে চাই ।।
আমি জানি
আমি মানি-
ভালোবাসায় প্রাক্তন বলে কিছু নাই ।।