মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ান্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বিদ্যালয়ের ছাত্রদের মুখে কৃমি নিয়ান্ত্রনে ওষুধ খাইয়ে জাতীয় কৃমি নিয়ান্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোঃ তৌসিফ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দীন ওয়ালীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সুবিদখালী সরকারি রহামান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মনিরুজ্জামান,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মোসলেউদ্দীন মিন্টু, মধ্যে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোর্শারফ হোসেন, দক্ষিণ-পশ্চিম মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আলম ও মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ গাজী আছাদুল হক প্রমুখ।

(ইউজি/এসপি/অক্টোবর ০১, ২০১৮)