গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, পুলিশ জনগণের বন্ধু। সেবাই পুলিশের ধর্ম। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে পুলিশ বাহিনী। আন্দোলনের নামে কেউ সন্ত্রাস-নাশকতা করার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। সন্ত্রাস-মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সোমবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী নবনির্মিত থানা বহুতল ভবন শুভ-উদ্বোধন কালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ)-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক পিপিএম, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল পলাশবাড়ী থানা ইনচার্জ (ওসি) দেওয়ান মোস্তাফিজ ও পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান প্রমুখ।

(এসআইআর/এসপি/অক্টোবর ০১, ২০১৮)