পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ২ অক্টোবর বিকেলে পদ্মা তীরবর্তী হাবাসপুর ইউপির শাহমীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ থেকে ২৮ অক্টোবর ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

পাংশা উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী জিল্লুর রহমান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মন্ডল, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহমত আলী ও হাবাসপুর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মুকুল বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাবাসপুর ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান।

প্রধান অতিথি রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান বলেন, ৭-২৮ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে পদ্মা নদীতে ইলিশ রক্ষায় সরকারী ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় নদীতে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য আইন বাস্তবায়নে মৎস্যজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ৭-২৮ অক্টোবর পদ্মা নদীতে যে কোনো ধরণের জাল নিয়ে যান্ত্রিক বা অযান্ত্রিক নৌকা বা ট্রলার যোগে যারা ইলিশ শিকারে যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই এ সময়ের মধ্যে দিনে রাতে পদ্মা নদীতে ইলিশ শিকারে না যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি মেম্বার, শিক্ষক, সাংবাদিক, এলাকার মৎস্যজীবী লোকজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে গত সোমবার বিকেলে বাহাদুরপুর ইউপিতে ইলিশ রক্ষায় অনুরুপ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

(এমএইচ/এসপি/অক্টোবর ০২, ২০১৮)