আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এ ঘটনা ঘটে। রয়টার্স।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের সংসদীয় প্রার্থী নাসির মোহাম্মদের সমর্থকদের সমাবেশে এক জঙ্গি আত্মঘাতী এই হামলা চালায়।

বিবিসি জানিয়েছে, ২০ অক্টোবর দেশটির বহুল প্রতীক্ষিত সংসদীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার জন্য সমাবেশটি হচ্ছিল।

নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকা সৈয়দ হুমায়ুন নামে এক ব্যক্তি বলেন, সমাবেশ চলাকালীন হঠাৎ বিরাট বিস্ফোরণ ঘটে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর চোখ মেলে চারপাশে ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখি।’

কামার ওই সমাবেশটিতে প্রায় আড়াইশো লোক ছিল বলে জানিয়েছেন প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি। তাদের মধ্যে অন্তত ৩০ জন নিহত ও আরও বহু আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)