টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি ইউনিয়ন ও ঘাটাইল উপজেলার একটি ওয়ার্ডে উপ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোট গ্রহন চলবে বলে জানান নির্বাচন অফিস।

ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জানা যায়, ভূঞাপুর অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম তালুকদার ও ঘাটাইলে জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান লেবু মৃত্যু বরণ করায় এই দুটি পদ শূন্য হয়ে পড়ে। পরে নির্বাচন কমিশন ৩অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে। সকাল থেকে সুষ্ঠ,সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে ।

ভূঞাপুর অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মর্তুজ আলী,বিএনপির (ধানের শীষ) নুরুল আমীন নান্নু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ এ ৩জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।

এদিকে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সামসুজ্জামান রিপন (মোরগ),বন্দে আলী মিয়া (তালা), আরশেদ আলী (ফুটবল),ও মো.মামুন (টিউবয়েল) এ ৪জন সদস্য পদে প্রতিদন্দিতা করছেন।

(আরকেপি/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)