রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা এবারে ১১৯টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারী পৃষ্ঠপোষকতায় প্রশাসনের কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে দূর্গা মন্দিরগুলো। পুলিশ আনসার ভিডিপির ছাড়াও র‌্যাবের টহল থাকবে জোরদার। পাশাপাশি প্রশাসনের ভ্রাম্যমান টিম কাজ করবে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার মধ্যে এ উপজেলায় সবচেয়ে বেশী মন্দিরে দূর্গা পূজা উৎসব পালিত হবে। এবারে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ১৯টি মন্দিরে, ছিনাই ইউনিয়নে ২৪টি মন্দিরে, রাজারহাট ইউনিয়নে ১৯টি মন্দিরে, চাকিরপশার ইউনিয়নে ২২টি মন্দিরে, বিদ্যানন্দ ইউনিয়নে ৪টি মন্দিরে, উমর মজিদ ইউনিয়নে ১১টি মন্দিরে ও নাজিমখান মন্দিরে ২০টি মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

একাধিক সূত্রে জানা গেছে, এ উপজেলার পূজা মন্দির গুলোর মধ্যে সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের রায়পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, কোটেশ্বর সার্বজনীন দূর্গামন্দির, পূর্ব কামারপাড়া সার্বজনীন দূর্গামন্দির, বাঘ আছড়া পাগলী বুড়ীর সার্বজনীন দূর্গামন্দির, দেওপাড়া সার্বজনীন দূর্গামন্দির, কিশামত নাখেন্দা সার্বজনীন দূর্গামন্দির; ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী কাঁঠালতলা সার্বজনীন দূর্গামন্দির, মহিধর রনকালীরপাঠ সার্বজনীন দূর্গামন্দির, মীরের বাড়ী পাটকীটারী সিও মোড় সার্বজনীন দূর্গামন্দির, মহিধর বকুলতলা সার্বজনীন দূর্গামন্দির, রামরতন পালপাড়া সার্বজনীন দূর্গামন্দির, বৈদ্যেরবাজার বাসন্তী সার্বজনীন দূর্গামন্দির, রামরতন আরকে রোড শীতলীরপাট সার্বজনীন দূর্গামন্দির, পূর্বদেবত্তর আরকে রোড ভাসাকালীর পাট সার্বজনীন দূর্গামন্দির, ছত্রজিৎ মুুড়িয়াপাটকী সার্বজনীন দূর্গামন্দির; রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক নায়েকপাড়া সার্বজনীন দূর্গামন্দির, পোদ্দারপাড়া সার্বজনীন দূর্গামন্দির, তালতলা সার্বজনীন দূর্গামন্দির, ছাটগ্রাম সার্বজনীন দূর্গামন্দির, সুন্দরগ্রাম পুটিকাটা সার্বজনীন দূর্গামন্দির, পূনকর সৌদাময়ী সার্বজনীন দূর্গামন্দির, মাঝিপাড়া সার্বজনীন দূর্গামন্দির; চাকিরপশার ইউনিয়নের উপজেরা সার্বজনীন দূর্গামন্দির, খুিলয়াতারী সরকারপাড়া সার্বজনীন দূর্গামন্দির, খুলিয়াতারী শীলপাড়া সার্বজনীন দূর্গামন্দির, মালীপাড়া সার্বজনীন দূর্গামন্দির, ঠাটমারী সার্বজনীন দূর্গামন্দির, শতিলরি পাট সার্বজনীন দূর্গামন্দির, দাশপাড়া সার্বজনীন দূর্গামন্দির, সাকোয়া ভুদরুরবাড়ীর সার্বজনীন দূর্গামন্দির, অচীনগাছ আগটারী সার্বজনীন দূর্গামন্দির; বিদ্যানন্দ ইউনিয়নের বাণীর কুটি সার্বজনীন দূর্গামন্দির, মানাবাড়ী সার্বজনীন দূর্গামন্দির; উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি সার্বজনীন দূর্গামন্দির, বুড়ারপাট সার্বজনীন দূর্গামন্দির, দানানগর সার্বজনীন দূর্গামন্দির, উমরমজিদ মাঝাপাড়া সার্বজনীন দূর্গামন্দির এবং নাজিম খান ইউনিয়নের মিব মন্ডপ সার্বজনীন দূর্গামন্দির, বাছড়া রায়পাড়া সার্বজনীন দূর্গামন্দির, বারসুদাই সার্বজনীন দূর্গামন্দির ও শীতলীরপাট সার্বজনীন দূর্গামন্দির।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার জানান, এবারে মন্দিরগুলোতে দূর্গা পূজা সুষ্ঠভাবে পরিচালিত হবে। এ ব্যাপারে ৩ অক্টোবর বুধবার রাজারহাট থানার অফিসার ইনচার্জ কুষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে পুলিশী টহল জোরদার করা হবে।

(পিএমএস/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)