স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিসিবি শাস্তি কমাবে সাকিব অনুতপ্ত হলে। বৃহস্পতিবার এ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান কথা বলবেন জাতীয় দলের কোচ হাথুরুসিংহের সঙ্গে।

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাপারে বিসিবি সভাপতি কিছুটা নমনীয় হয়েছেন, আর তা হয়েছে তার সঙ্গে দেখা করে সাকিব কথা বলার পরেই, জানায় সূত্রটি।

বুধবার দুপুরে সাকিব আল হাসান বিসিবি সভাপতির ধানমন্ডি কার্যালয়ে যান।

এদিকে সভাপতির একটু নমনীয় ভাব জানার পর সাকিব আল হাসান তার শাস্তি মওকুফের জন্য দুই-এক দিনেই আপিল করতে পারেন বলেও জানিয়েছে নির্ভরযোগ্য সূত্রটি।

সভাপতিও তাকে আপিল করারই পরামর্শ দিয়েছেন।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ৭ জুলাই সাকিব-আল হাসানকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করে বিসিবি। এছাড়াও ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশে কোনো লিগ খেলার জন্যও এনওসি পাবেন না সাকিব।

স্রেফ মৌখিক অনুমতি নিয়েই সাকিব আল হাসান ক্যারিবীয় ক্রিকেট লিগ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার পর তার ওপর নেমে আসে এই নিষেধাজ্ঞার খড়গ।

বিসিবির নির্দেশে পথ থেকেই তাকে দেশে ফেরত আসতে হয়।

(ওএস/পি/জুলাই ১৭, ২০১৪)