নোয়াখালী প্রতিনিধি : সারাদেশের ন্যায় নোয়াখালী সুবর্ণচরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ অনু্ষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ৪ অক্টোবর সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ঢাকায় উন্নয়ন মেলার উদ্বোধন করে তারই সাথে সাথে পূর্বের নির্দেশ অনুযায়ী সুবর্ণচরে ৩ দিনের ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ।

মেলা উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও উন্নয়ন প্রদর্শনী আয়োজন করে। প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজের সঞ্জালনায়, উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, ৮ নং মোহাম্মপুর ইউপি চেয়ারম্যান এড এনামুল হক, নোয়াখালী জেলা আওয়ামি লীগের সদস্য ডা. আব্দুর রব, উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদ সারওর্য়াদ্দি, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী প্রমুখ।

বক্তাগণ সরকারের ১০ বছরের উন্নয়ন র্কমকান্ড তুলে ধরেন ।

(আইইউএস/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)